গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “Professional Leadership Skill Development” শিরোনামে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ও Resource Person হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: তারিকুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রভাষক আব্দুল্লা মারুফ, মিস্ উম্মে রাবিয়া মিলি,ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মিসেস্ তানিয়া আক্তার, মিসেস্ ফারজানা তাবাসসুম রিমু এবং ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সভার প্রারম্ভে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ও উক্ত সেমিনারে আহবায়ক কিশোয়ার জেরিন সকলকে স্বাগত জানিয়ে পেশাদারী নেতৃত্বের ক্ষেত্রে দক্ষতা ও নৈপুণ্যতা বর্ধিতকরণ সম্পর্কে সাধারণ আলোকপাত করার পাশাপাশি বর্তমান যুগে পেশাদারিত্ব ও নেতৃত্বের গুণাবলির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
প্রধান বক্তা তার বক্তৃতায় ÒProfessional Leadership Skill DevelopmentÓ এর বিভিন্ন কৌশল নিয়ে বিশ্লেষণমূলক তথ্য প্রদান করেন। একজন প্রকৃত নেতার গুণাবলী, বৈশিষ্ট্য ও পেশাদারিত্বের ক্ষেত্রে একজন প্রকৃত নেতা কী কী ভূমিকা পালন করতে পারে তা ÒTrait Theory & Behavioural Theory এর মাধ্যমে বিশ্লেষণ করেন।
বর্তমান যুগে সারাবিশ্বে কর্মক্ষেত্রে নেতৃত্বে যে শূন্যতা তা কেবল সঠিক নেতৃত্ব বিকাশের চর্চার মাধ্যমেই দূর করা যায়। তিনি শিক্ষার্থীদেরকে নেতৃত্বদানের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য গুরুত্বারোপ করেন এবং ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় নেতা তৈরি করার পক্ষে কাজ করছে বলে সব শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দেন।
সমাপনী বক্তৃতায় ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোঃ তারিকুল আলম পেশাদারী নেতৃত্বে দক্ষতা উন্নতিকরণ নিয়ে সাধারণ আলোচনা করেন। সভাপতি তার বক্তৃতায় প্রধান বক্তার রিসোর্সফুল আলোচনার ভূয়সী প্রশংসা করেন এবং পেশাদারিত্বের ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলীর কোন বিকল্প নেই বলে মতামত প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল বিশ্বে পেশাদারিত্বের নেতৃত্ব প্রদানের জন্য বিষয়ভিত্তিক পড়াশোনার বাহিরে যে বিষয় গুলো অবশ্যই অর্জন করতে হবে। তাহল : Problem solving ability, negotiation skill, emotional intelligence, handling difficult people, working under pressure, Teamwork, Adaptability Resilience, Perseverance, Networking, Time management, Organising, skills, Communication skills ইত্যাদি। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র ÒLearning, Creativity, Leadership" এই তিনটি শব্দের গুরুত্ব অনুধাবণ করে শিক্ষার্থীদের ভবিষ্যতে ভাল নেতা হওয়ার আহবান জানান। তিনি তার বক্তৃতায় ইংরেজি বিভাগকে একাডেমিক ও উৎকর্ষতার কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য ভবিষ্যতে আরো সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক আলোচনা আয়োজন করার অভিপ্রায় ব্যক্ত করেন। বক্তৃতার শেষে তিনি সম্মানিত অনুষদ সদস্য, ছাত্র-ছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনে তাদের সহযোগিতা কামনা করেন। সেমিনারের শেষে Vote of Thanks প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে রাবেয়া মিলি। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি।