খাগড়াছড়িতে কারাগারের অফিস কক্ষে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা দিয়েছে তিন শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে একই দিন সকালে ওই তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে অংশ নেয় পরীক্ষায়।
পরীক্ষায় অংশ নেয়া ব্যক্তিরা হলো- খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সোহাগ এক মাস আগে কারাগারে আসে। আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক দিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছে। নিপুণ ত্রিপুরা হত্যা মামলার আসামি। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। এক বছর ধরে জেলে রয়েছে।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, বৃহস্পতিবার সকালে তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা যেন নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়ে ছিল।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকালে তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তারা পরীক্ষা শুরু করেছে।