কক্সবাজারের মহেশখালীতে তাবলিগ জামাতে এসে মসজিদে নামাজরত অবস্থায় কাজিম উদ্দীন নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বড়মহেশখালী ইউপির পশ্চিম মাহারাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত কাজিম উদ্দীন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউপির তালুক জামিরা গ্রামের মৃত নছির উদ্দীনের ছেলে।
ওই তাবলিগ জামাতের আমীর (প্রধান) লুৎফুর রহমান জানান, ১৩ সেপ্টেম্বর গাইবান্ধা থেকে ১৭ জন সাথী নিয়ে তাবলিগ জামাতে বের হন তিনি। ১৬ সেপ্টেম্বর মাহারাপাড়া জামে মসজিদে আসেন তারা। শুক্রবার রাতে কাজিম উদ্দীন নামে এক সাথী তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মারা যান।