ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে ২ মোটর সাইকেল আরোহী নিহত
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM, Update: 18.09.2022 1:23:46 AM
লাকসামে ২ মোটর সাইকেল আরোহী নিহতমোঃ হুমায়ুন কবির মানিক ।।
লাকসামে রাস্তার পাশে নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রাত ৯ টার দিকে জংশন থেকে আলিশ্বর বাড়ি ফিরছিল ওই দুই যুবক। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত মোটরসাইকেল চালক শান্ত সিংহ শাওন (২৫) আলিশ্বর গ্রামের মৃত জহরলালের ছেলে ও আরোহী চয়ন সিংহ (২৪) একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে। দুর্ঘটনায় তাদের বহনকারী মোটরসাইকেলটি (ঢাকা-মেট্টো-ল-২২-৮৯৮৮) দুমড়ে মুচড়ে যায়।
হাইওয়ে পুলিশ লাকসাম ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।