ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সম্মেলন
পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছে বিএনপি: হানিফ
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM, Update: 18.09.2022 1:24:02 AM

২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সম্মেলনস্টাফ রিপোর্টার।। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি।
সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, সহ সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, এডভোকেট আবুল হাসেম খান এমপি, নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব ইলিয়াস মিয়া, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, এম করিম মজুমদার, আবদুল মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্ত, জাহাঙ্গীর আলম রতন, এডভোকেট কামরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাসূত্রে জানা গেছে, এদিন পাঁচ উপজেলা শাখাসহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী  ২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে ওই জেলা শাখার আওতাধীন মেয়াদ উত্তীর্ণ পাঁচটি উপজেলা শাখার সম্মেলন শেষ করা হবে। এর মধ্যে ২৯ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, ৫ নভেম্বর কুমিল্লা আদর্শ উপজেলা, ৯ নভেম্বর মনোহরগঞ্জ উপজেলা, ১০ নভেম্বর লাকসাম উপজেলা, ১২ নভেম্বর নাঙ্গলকোট উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলন আয়োজন করবেন, জেলা নেতৃবৃন্দ যাবেন। প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হবে।
সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে বিএনপি। যেকোনো মূল্যে সরকার পতনই তাদের লক্ষ্য।, নির্বাচন বাদ দিয়ে অন্য পথ খুঁজছে বিএনপি। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।