রাজশাহীর গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে র্যাব। শনিবার রাতে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ীর মাদারপুর গ্রাম থেকে মা-ছেলেকে আটক করা হয়। আটকরা হলেন- একই গ্রামের ৬৪ বছর বয়সী আরজান বেগম ও তার ছেলে ৩৯ বছরের মো. মাহাবুর। তারা সম্পর্কে মা-ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারপুর এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় মা-ছেলেকে আটক করা হয়। পরে তাদের ঘরের ড্রেসিং টেবিল থেকে দুই কেজি ৬০০ গ্রাম হেরোইন ও টেবিলের পেছন থেকে ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়।