ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ক্রিনশট বন্ধ হলো হোয়াটসঅ্যাপে
Published : Saturday, 8 October, 2022 at 2:06 PM
স্ক্রিনশট বন্ধ হলো হোয়াটসঅ্যাপেব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়তই নানা ফিচার চালু করছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি নতুন আরেকটি ফিচার এনেছে মেসেজিং অ্যাপটি। নতুন ফিচারে ব্যবহারকারীর তথ্য আরও গোপন থাকবে। কেউ ছবি অথবা ভিডিও পাঠালে সেটির স্ক্রিনশট নিতে পারবেন না অপর ব্যক্তি। কোনো ছবি বা ভিডিও  ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠালে চ্যাটের অপর প্রান্তের ব্যক্তি সেই মেসেজ একবার দেখার পর তা অদৃশ্য হয়ে যাবে। 

কয়েক মাস আগেই এই ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু এতদিন এই মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখা যেত। তবে এবার সেটা আর করা যাবে না। শুধু স্ক্রিনশট নয়, ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিন রেকর্ডিংও বন্ধ করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।
তবে এতদিন স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এই মেসেজগুলো সেভ করে রাখা যেত। আপাতত বেটা ভার্সনে এই ফিচার যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই স্ট্যাবল ভার্সনেও এই ফিচার যুক্ত হবে। তার পরেই সব গ্রাহক এই সুরক্ষা ফিচার নিজের ফোনে ইনস্টল করতে পারবেন।