
লঙ্কানদের
কাছে হেরে সেমিফাইনাল ভাগ্য ঝুলছিল ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচের ওপর।
ভারত ম্যাচ জেতায় আজ আরব আমিরাতকে হারাতে পারলেই হতো। তবে বাংলাদেশের বড়
বাধা ছিল বৃষ্টি। সেই বাধায় কপাল পুড়লো নিগার সুলতানাদের।
বৃষ্টিতে
ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালের আগেই
বিদায় নিয়েছে। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে
থাইল্যান্ডের।
এশিয়া কাপে ৬ ম্যাচের মধ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ডকে
হারাতে পেরেছে বাংলাদেশ। ম্যাচ হেরেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে।
২০১৮ সালে ভারতকে দুই দফা হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের
মেয়েরা। এবার সেমিতে যেতে না পারা দলটির জন্য বড় ব্যর্থতা।
টাইগ্রেসরা
শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের
আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত,
পাকিস্তান আর শ্রীলঙ্কা।