আধুনিক প্রযুক্তির সাথে আমাদের খাপ খাওয়াতে হবে
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)- এর আওতাধীন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)- দের জন্য আয়োজিত ১০ দিনব্যাপি এফএফএস এবং অন্যান্য সম্প্রসারণ পদ্ধতির উপর প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কোর্সের ৩য় ও ৪র্থ ব্যাচের সমাপনী অধিবেশন গতকাল ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উক্ত কোর্সে ২ ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহাজাহান। অধিবেশনে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) ও ৩য় ব্যাচের কোর্স পরিচালক আবদুল্লাহ আল মামুন, ৪র্থ কোর্সের কোর্স পরিচালক ড. মোঃ কামরুল হাসান, পরিচালক (প্রকল্প) এবং কোর্স সমন্বয়ক ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক ( প্রশিক্ষণ), সহযোগী কোর্স পরিচালক শারমিন শাহরিয়া এবং সহকারী কোর্স পরিচালক কামরুল হাসান।
সমাপনী অধিবেশনে প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা মাঠ স্কুলে ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে উন্নীত করার প্রয়াস করবেন বলে আশা প্রকাশ করেন। এছাড়া উপস্থিত কোর্স পরিচালকদ্বয়, নিজ নিজ বক্তব্যের মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে কৃষিক্ষেত্রে বাংলাদশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং প্রাণীসম্পদখাতে সকলকে অবদান রাখার আহ্বান জানান। উন্নত দেশের বিভিন্ন উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, আমাদেরও এখন সময় এসেছে, আধুনিক প্রযুক্তির সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। তিনি প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।