ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোবাইল চার্জে দিতেই নিথর যুবক
Published : Thursday, 13 October, 2022 at 2:14 PM
মোবাইল চার্জে দিতেই নিথর যুবক ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার খারুয়া ইউপির ছালুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাগর ওই গ্রামের আ. হালিমের ছেলে। 

জানা যায়, সাগর ঘুম থেকে উঠে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হন। পরে তার সাড়া না পেয়ে পরিবারের লোকজন মেইন সুইস বন্ধ করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু। তিনি বলেন, সাগর গফরগাঁও উপজেলার একটি কলেজে ডিগ্রিতে পড়াশোনা করতেন। নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নান্দাইল মডেল থানা ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।