ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানে বন্যার্তবাহী বাসে আগুনে ১৭ জনের মৃত্যু
Published : Thursday, 13 October, 2022 at 2:51 PM
পাকিস্তানে বন্যার্তবাহী বাসে আগুনে ১৭ জনের মৃত্যুপাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যার্তদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ১০ জন। ব

বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ন্যার পানি নেমে যাওয়ার পর বাড়িতে ফেরার সময় ঐ জায়গায় বাসটিতে আগুন লাগে।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো বলেন, মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধুপ্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফেরার সময় বাসে আগুন লেগে ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। দগ্ধ ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঐ বাসটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিল।

পুলিশ বলছে, বাসে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসের পেছনের অংশে ছড়িয়ে আগুন পড়লে তা পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।

সূত্র- রয়টার্স।