Published : Saturday, 15 October, 2022 at 3:01 PM, Update: 15.10.2022 3:04:09 PM
ফাইল ছবি-পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কুমড়াখালী শান্তিপুর গ্রামে বিষপানে সালমা নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সালমা কুমড়াখালী শান্তিপুর গ্রামের আল-আমিন মুসুল্লির স্ত্রী। তার স্বামী পেশায় কৃষক।
স্থানীয়রা জানায়, সকালে নিজ হাতে ভাত রান্না করে চার মেয়েসহ স্বামীকে খাওয়ান স্ত্রী সালমা। পরে গরুর ঘাস কাটতে যান তার স্বামী। ঘাস কেটে ঘরে ফিরে স্বামী দেখেন বড় মেয়ের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি চলছে। এ সময় উচ্চস্বরে কথা বলায় মেয়েকে লাঠি হাতে শাসন করেন মা। এরপর সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন সালমা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজ জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।