ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাইয়ের লাশ দেখে না ফেরার দেশে বড় ভাই
Published : Wednesday, 19 October, 2022 at 2:32 PM
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ছোট ভাই ইদ্রিস আলীর মৃত্যুশোকে না ফেরার দেশে চলে গেলেন বড় ভাই কাতেব আলী।  
বুধবার সকালে নন্দীগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। একই দিন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায়  নেমে এসেছে শোকের ছায়া। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। মৃতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া গ্রামের ৫৬ বছর বয়সী ইদ্রিস আলী ও তার চাচাত ভাই ৬০ বছর বয়সী কাতেব আলী।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে ইদ্রিস আলী মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে স্ট্রোক করে মারা যান। এ শোক সইতে না পেরে সকাল ৬টার দিকে তার চাচাতো ভাই কাতেব আলী বাড়িতেই স্ট্রোক করে মারা যান।

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, সব সময় একই সঙ্গে চলতেন তারা। মারাও গেলেন একই দিনে। পরিবারের দুইজনকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাই মারা গেছেন বলে শুনেছি। বিষয়টি দুঃখজনক।