লাকসামে অস্টিওপরোসিস বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
আন্তর্জাতিক অস্টিওপরোসিস দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লাকসাম জেনারেল হসপিটাল মিলনায়তনে বুধবার (১৯ অক্টোবর) রাত ৯টা থেকে ২ ঘন্টাব্যাপি এ সেমিনারে মানবদেহের হাঁড়ের নিরব ঘাতক এ রোগের লক্ষণ, নির্ণয় পদ্ধতি ও প্রতিকার বিষয়ে পাওয়ার পয়েন্টে বিস্তারিত তুলে ধরেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ কাউসার হামিদ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সালেহ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান আলহাজ মজির আহমদ। বিশেষ অতিথি ছিলেন হসপিটালের ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, এমডি আলী আক্কাস, ডাঃ শহিদ উল্লাহ, ডাঃ শরীফ মজুমদার।
এছাড়াও অস্টিওপরোসিস আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি ও ওষুধের ব্যবহার নিয়ে তথ্য উপস্থাপন করেন ইবনেসিনা ফার্মার পিএমডি এক্সিকিউটিভ হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কুমিল্লা রিজিওনাল ম্যানেজার মোঃ শফিউল্লাহ, কুমিল্লা জোনাল ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
ডাঃ পারভেজ আহমেদ ও শফিকুল ইসলামের পরিচালনায় সেমিনারে চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির জনসাধারণ অংশগ্রহণ করেন।