ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথমবারের মতো কুবির শেখ হাসিনা হল ছাত্রলীগের কমিটি ঘোষণা
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM, Update: 21.10.2022 12:49:48 AM
প্রথমবারের মতো কুবির শেখ হাসিনা হল ছাত্রলীগের কমিটি ঘোষণানিজস্ব প্রতিবেদক, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী জেবুন নেসা বিনতে জামান সিসিলি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি তাহরিমা আক্তার তৃষা, সামিয়া তাসনিম স্বর্ণা, ওয়াসিকা কাদের রাফা, মৃধুলা সরকার রূপা। যুগ্ম সাধারণ সম্পাদক আতেফা নাহার লিয়া, রাবিনা ঐশি, জান্নাতুল মাওয়া। সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার পায়েল ও শারমিন আক্তার মেঘলা।
হলের নতুন কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমাদের নেত্রীর নামে নতুন হল। এই হলের সাংগঠনিক পরিচয় ছাড়া সংগঠন গতিশীল হচ্ছে না। সংগঠনকে গতিশীল এবং গঠনমূলক কর্মকাণ্ড করার জন্য সাংগঠনিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি 'বিলুপ্তি' নিয়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ, অস্ত্র মোহড়াসহ হল সিলগালা এবং সাময়িক পরীক্ষা স্থগিতের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি কমিটি 'বিলুপ্ত' হয়নি বলে টিভি মিডিয়ায় বক্তব্য দেন। একইসাথে বলেন শীঘ্রই সম্মেলনের মাধ্যমে কুবি শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি বিলুপ্ত হওয়ার শেষ মুহূর্তে এসে হল শাখার কমিটি ঘোষণার বিষয়ে ইলিয়াস হোসেন সবুজ বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় বা যেকোনো ইউনিটের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা হলেও শাখা, উপ-শাখা, কমিটিতে এর কোন প্রভাব পরবে না। আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যদি নতুন করে শাখা কমিটি দেয় বা সম্মেলন করে চাইলে তারা দিতে পারবে এর আগে পর্যন্ত আমাদের সাইন করা কমিটি বহাল থাকবে।
নবগঠিত কমিটির সভাপতি কাজী ফাইজা মাহজাবিন বলেন, এত বড় একটা দায়িত্ব পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। সবার কাছে দোয়া চাই যাতে আমাদের কাজের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। যাতে করে মেয়েরা আরো বেশি পজিটিভ কাজ করতে পারে, আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর সবার সহযোগিতায় এমনটা সম্ভব।
সাধারণ সম্পাদক জেবুন নেসা বিনতে জামান সিসিলি বলেন, এটি শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের প্রথম কমিটি। প্রতিষ্ঠাকালীন কমিটিতে সাধারণ সম্পাদক হতে পারা অবশ্যই গর্বের বিষয়, সেই সাথে আনন্দেরও। তবে আনন্দের সাথে দায়িত্বও বেড়ে গেল অনেকাংশে। সেই দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়াপ্রার্থী।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে প্রথমবারের মতো ছাত্রলীগের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে। ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।