ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাগরে লঘুচাপ, নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এজন্য দেশের চার সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা- সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, আন্দামান সাগর এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সতর্কতাবার্তায় বলা হয়, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দেওয়া হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা আছে। পরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে এ মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে ১ থেকে ২টি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। সুতরাং, আমরা এখন লঘুচাপটি পর্যবেক্ষণ করছি।’