ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM, Update: 21.10.2022 12:50:11 AM
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশনিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, পুলিশের হামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলার প্রতিবাদে ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর রামঘাট পৌর মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী জসিম উদ্দিন। সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব আলম চৌধুরী, রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান ছুটি, মামুনুর রশিদ মজুমদার, ভিপি মোহাম্মদ নজরুল ইসলাম, আবদুল জলিল, মহানগর বিএনপির সদস্য মজিবুর রহমান কামাল, ভিপি মনিরুল ইসলাম বাচ্চু, মহানগর বিএনপির সদস্য নেছার আহমেদ রাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, জেলা বিএনপির সদস্য সফিউল আলম রায়হান, জামাল খন্দকারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছে। আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে স্মরণীয় করে রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।