চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ আগেই নিশ্চিত ছিল বাংলাদেশের। চূড়ান্ত ছিল তিন প্রতিপক্ষও। তবে বাছাইপর্ব পেরিয়ে কোন দুই দল আসবে, তা ঠিক ছিল না। আজ (শুক্রবার) প্রথম পর্বের লড়াই শেষে নিশ্চিত হয়েছে নতুন দুই প্রতিপক্ষ।রোমাঞ্চের নানা ধাপ পেরিয়ে বৃহস্পতিবার নাটকীয় জয় পেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। যার ফলে গতকাল ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে চলে আসে নেদারল্যান্ডস। নিশ্চিত হয় বাংলাদেশের দুই অজানা প্রতিপক্ষের একটি।
শুক্রবার আয়ারল্যান্ড সুপার টুয়েলভ নিশ্চিতের পর সমীকরণ দাঁড়ায় এমন, জিম্বাবুয়ে বেশ কিছু বল হাতে রেখে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে তারা। অন্যথায় আইরিশদের বিপক্ষে লড়তে হবে টাইগারদের।
জিম্বাবুয়ে-স্কটল্যান্ড লড়াইয়ে শেষ হাসি হেসেছে সিকান্দার রাজার দল। হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। তাই এবারের আসরে বলা যায় পরিচিত প্রতিপক্ষকেই পাচ্ছে বাংলাদেশ। যেখানে জয়ের পাশাপাশি টাইগারদের লক্ষ্য থাকবে চলতি বছর জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের প্রতিশোধ নেয়া।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত ম্যাচ সূচি:
তারিখ - প্রতিপক্ষ (ভেন্যু)
২৪ অক্টোবর: নেদারল্যান্ডস (হোবার্ট)
২৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা (সিডনি)
৩০ অক্টোবর: জিম্বাবুয়ে (ব্রিসবেন)
২ নভেম্বর: ভারত (অ্যাডিলেইড)
৬ নভেম্বর: পাকিস্তান (অ্যাডিলেইড)