ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভ্রমণ ফ্রি
Published : Sunday, 23 October, 2022 at 3:53 PM
চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভ্রমণ ফ্রিঢাকা থেকে বরগুনার আমতলীতে ছেড়ে আসার পথে সুন্দরবন-৭ লঞ্চে তামান্না বেগম নামে এক নারী ছেলে সন্তান প্রসব করেছেন। তামান্না বেগম বরগুনা সদর উপজেলার মাইঠা এলাকার শাহ জালালের স্ত্রী।

শনিবার (২২ অক্টোবর) রাতে বিষয়টি  নিশ্চিত করেন লঞ্চের ম্যানেজার মো. অপু রহমান। তিনি জানান, শনিবার রাতে চলমান লঞ্চে সন্তান প্রসবের এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রসব ব্যথায় তামান্না যখন কাতরাচ্ছিলেন তখন লঞ্চের দায়িত্বরত স্টাফরা দুই নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান। এছাড়া লঞ্চে থাকা এক মহিলা চিকিৎসকও সহায়তায় এগিয়ে আসেন।

লঞ্চের ম্যানেজার অপু বলেন, তামান্নাকে কেবিনে নেয়ার আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়। আমাদের পক্ষ থেকে তাদের নতুন জামাকাপড় ও মিষ্টি দিয়েছি।

লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, গভীর রাতে কেরানির ফোন পেয়ে চমকে গেলেও খবরটি ছিল আনন্দের। সঙ্গে সঙ্গে কেরানি শাহ আলমকে বলেছি, এই ছেলের সারাজীবন লঞ্চ যাতায়াত একদম ফ্রি করে দিতে।

নবজাতকের বাবা শাহ আলম জানান, বর্তমানে ছেলে ও মা দুইজনই সুস্থ আছেন। লঞ্চ কর্তৃপক্ষ আমার ছেলের জন্য সারাজীবন লঞ্চ যাতায়াত একদম ফ্রি করে দেওয়ার ঘোষণা করেছেন।