ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনন্য কীর্তি গড়া সাকিবের ওপরই সব ভরসা!
Published : Monday, 24 October, 2022 at 12:00 AM
নেদারল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই অনন্য এক কীর্তি গড়বেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সবগুলো বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি। দেশের হয়ে একমাত্র হলেও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব কীর্তিটি গড়বেন। বাংলাদেশ অধিনায়ক ছাড়া এই তালিকাতে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এখন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ এই ক্রিকেটারের ওপর প্রত্যাশার চাপটা বেশি। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে নির্ভর করছে এই আসরে কতটা ভালো করতে পারবে লাল-সবুজ জার্সিধারীরা।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা। সাকিব এবং তার দল এখন অব্দি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ব্যর্থই বলা চলে। প্রথম আসরের মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া আর কোন সাফল্য নেই বাংলাদেশর। অধিনায়ক সাকিবও সাতটি বিশ্বকাপ খেলে বিশেষ কোন অবদান রাখতে পারেননি। ফলে গত ১৫ বছর এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশ মূলপর্বে জয়হীন।
দেশের ক্রিকেটে বাংলাদেশের প্রাণভোমরার আবির্ভাবও ২০০৬ সালে। তার পর একটু একটু করে আন্তর্জাতিক আঙিনায় অভিজ্ঞ হয়ে উঠেন এই বাঁহাতি অলরাউন্ডার। সময়ের পরিক্রমায় সাকিব নিজের অষ্টম আসর খেলতে নামছেন। অধিনায়ক হিসেবে এর আগে ২০১০ বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু দলকে সাফল্যের ভেলায় ভাসাতে পারেননি।
বিশ্ব মঞ্চেও সাকিবের ব্যক্তিগত অর্জন মাঝারি মানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ২৬.৮৪ গড়ে সাকিবের রান ৬৯৮। এছাড়া ১৭.২৯ গড়ে ৪১ উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স বিবেচনাতেই তিনি এগিয়ে। বিশ্বকাপে ৫০০ এর বেশি রান ও কমপক্ষে ৩০ উইকেট পাওয়া দুজন ক্রিকেটারের মধ্েয তিনি একজন। আবার খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্েয হিসেব করলে কেবল তিনিই আছেন এই তালিকায়। অবসরে যাওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ৫৪৬ রান করেছেন। উইকেট পেয়েছেন ৩৯টি।
ক্যারিয়ারের শেষ লগ্নে এসে নিজের অষ্টম বিশ্বকাপে সাকিব নিশ্চিত ভাবেই নিজেকে মেলে ধরতে চাইবেন। আর তিনি ব্যর্থ হলে টিম বাংলাদেশের সফল হওয়াটাও কঠিন হবে। কেননা পারফেক্ট ইমপ্যাক্ট ক্রিকেটার বলতে যা বোঝায়; সেটি কেবল সাকিব আল হাসানই। বাংলাদেশের কোনও ক্রিকেটারের অস্ট্রেলিয়াতে খেলার অভিজ্ঞতা না থাকলেও সাকিব বিগ ব্যাশের দুই মৌসুমে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডেলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। সবকিছু মিলিয়ে বাঁহাতি এই অলরাউন্ডারের ওপরই বাংলাদেশকে ভরসা রাখতে হচ্ছে।
সাকিব অবশ্য ম্যাচ প্র্বূ সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন আগে যা করেনি, এবার সেটাই করে দেখাবে তার দল, ‘এটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনো ভালো করিনি। বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা এর আগে কোনও বিশ্বকাপে করিনি।’