Published : Monday, 24 October, 2022 at 12:00 AM, Update: 24.10.2022 1:30:40 AM

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের শোক---
কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বাবুল
মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল সকাল ৮টা ১০
মিনিটে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন তিনি। ইব্রাহিম বাবুল মুজমদার জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর
ইউনিয়নের মেরকোট গ্রামের আবু তাহের মজুমদারের পুত্র।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
জেলা
ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন গত ৩১ আগস্ট নাঙ্গলকোট
উপজেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণে তার উপর টিআরশেল নিক্ষেপ হয় এতে আঘাত
প্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। গত ২০ অক্টোবর শ্বাসকষ্ট জনিত
কারণে কুমিল্লার একটি হসপিটালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার
পরামর্শ দেন। রবিবার সকালে ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ইব্রাহিম
মজুমদার ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ
করছি।