ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সড়কে ঝরলো আরো দুই প্রাণ
Published : Monday, 24 October, 2022 at 12:00 AM, Update: 24.10.2022 1:31:01 AM
কুমিল্লায় সড়কে ঝরলো আরো দুই প্রাণজহির শান্ত ||
দুইদিনের ব্যবধানে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আরো দুইজন। রবিববার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর ও বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩৫) ও লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিলো।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ‘রবিবার সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার ইউটার্নে সবজিবোঝাই একটি পিকআপ মোড় নেওয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক মিলন মিয়া মারা যান। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে।’
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ জানান, ‘কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে মহাসড়কের সুজাতপুর পৌঁছালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে।’