ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই
Published : Monday, 24 October, 2022 at 12:44 PM
পরিচালক আজিজুর রহমান বুলি আর নেইখ্যাতিমান প্রযোজক, পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি, আজিজুর রহমান বুলি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ২০মিনিটে উত্তরা রেডি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খশরু।

১৯৭১ সালে ‘নাচের পুতুল’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন আজিজুর রহমান বুলি। ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ছবি পরিচালনা শুরু করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন নন্দিত এ প্রযোজক পরিচালক। চিত্রনায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্র নায়িকা অঞ্জনা ছিলেন তার স্ত্রী।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।