ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগীতা ‘মার্কস একটিভ স্কুল চেজ চ্যাম্প’ সম্পন্ন
Published : Monday, 24 October, 2022 at 8:18 PM
জাতীয় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগীতা ‘মার্কস একটিভ স্কুল চেজ চ্যাম্প’ সম্পন্ন‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ড মাস্টার’ এই শ্লোগানে জাতীয় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগীতা ‘মার্কস একটিভ স্কুল চেজ চ্যাম্প’ এর কুমিল্লা জোনের প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার সহ-ব্যবস্থাপনায় ছিল কুমিল্লা জেলা পুলিশ ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় কুমিল্লা জেলার মোট ৫৪টি স্কুলের প্রায় ৫শত ক্ষুদে দাবাড়ু প্রতিদ্বন্ধিতা করে।
কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ২দিন ব্যাপি প্রতিযোগিতার শুরু হয় রবিবার সকাল ৯টায়। প্রথম দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪টি রাউন্ডের খেলা হয়। সমাপনী দিনে আরো ৩ রাউন্ড খেলা শেষে ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে দলগত ভাবে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা জিলা স্কুল। ১ম রানার্স-আপ হয় তিতাস উপজেলার নারান্দিয়া কলি মিয়া হাই স্কুল। ২য় রানার্স-আপ হয় কুমিল্লা মর্ডান স্কুল। এছাড়া পয়েন্টের ভিত্তিতে বোর্ড জয়ী ৮ খেলোয়ারকে পুরুস্কৃত করা হয়। 
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দাবা একটি গাণিতিক খেলা। আগামী প্রজন্মকে শিশু বয়স থেকে বিজ্ঞানমনষ্ক ও যুক্তিবাদি হিসেবে গড়ে তুলতে দাবা ভুমিকার বিশাল। দাবার পাশাপাশি অন্যান্য ক্রীড়ায় অংশগ্রহন করতেও তিনি স্কুল শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখে কুমিল্লা জেলার দুই কৃতি দাবাড়ু অনুর্ধ্ব ১৬ এর জাতীয় চ্যাম্পিয়ন নুসরাত জাহান আলো ও অনুর্ধ্ব ১৪ চ্যাম্পিয়ন সিমন।