ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপার নিহত, আহত ৮
Published : Wednesday, 26 October, 2022 at 1:23 PM
ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপার নিহত, আহত ৮বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পিছনের বাসের ধাক্কায় একজন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেকে পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে ফিলিং স্টেশনের সামনে বগুড়াগামী একটি মটর সাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটিও বাসের নীচে চাপা পড়ে চালক রাজু আহমেদ আহত হন।

ট্রাকের পিছনে ধাক্কায় বাসের বাম পার্শ্বে দুমড়ে মুচড়ে যায় এবং বাসের হেলপার ভিতরে আটকা পড়ে সেখানেই মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ কেটে হেলপারের মরদেহ উদ্ধার করে। এছাড়াও আহত বাস যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।