সোমবার ৮ জুলাই ২০২৪
২৪ আষাঢ় ১৪৩১
ব্রাহ্মণপাড়ায় কিশোরীর আত্মহত্যা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ১২:২৭ এএম |


 ব্রাহ্মণপাড়ায় কিশোরীর আত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে তানহা আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানহা আক্তার ওই এলাকার মো. বাহার মিয়ার তৃতীয় মেয়ে।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, কিশোরী তানহা আক্তারকে তার শোবার ঘরের তীরে অচেতন ও ঝুলন্ত অবস্থা থেকে স্বজনরা উদ্ধার করে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাহার মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
নিহতের বাবা বাহার মিয়া জানান, আমার স্ত্রী মরিয়ম আক্তার আমার বড় মেয়ে লাকি আক্তারকে ডাক্তার দেখাতে আমার তৃতীয় মেয়ে তানহা আক্তারকে বাড়ি রেখে সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে তানহাকে পায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তানহার শোবার ঘরের ভেতর থেকে বন্ধ দরজা খুলে তাকে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।














সর্বশেষ সংবাদ
কোটা বাতিলের দাবিতে ফের মহাসড়ক অবরোধ
আজও চলবে ‘ব্লকেড’
মহাসড়ক অবরোধ করে ক্রিকেট ফুটবলে মত্ত কুবি শিক্ষার্থীরা!
‘অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন’
বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার সাথে টিকে আছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬, আহত কমপক্ষে ৩৫
দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া কুমিল্লার আলিফ মাহমুদ
সারাদেশে ‘বাংলা ব্লক’ ঘোষণা
অবরোধ তুলে নেয়ায় চার ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু
বাংলাদেশ থেকে ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরিয়েছে টিকটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft