ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাসযাত্রীর ব্যাগে তক্ষক
Published : Thursday, 7 January, 2021 at 12:21 PM
বাসযাত্রীর ব্যাগে তক্ষকহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসযাত্রীর ব্যাগ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। এ সময় এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী একটি বাসে তল্লাশি চালিয়ে তক্ষকসহ তাকে আটক করা হয়। গ্রেফতার পাচারকারীর নাম মো. বাচ্চু মিয়া (৫৫)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে। জানা যায়, বুধবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় ওই বাসযাত্রী মো. বাচ্চু মিয়ার ব্যাগে তল্লাশি চালিয়ে লাল-কালো-ধূসর মিশ্র বর্ণের একটি তক্ষক পাওয়া যায়। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা প্রায় ১০০ গ্রাম ওজনের একটি ১২ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করা হয়।   আসামি মো. বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষকে ঠকিয়ে তক্ষক সংগ্রহ করে কেনা-বেচা করে থাকে, বলে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।