ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘মাইটোসিস কুমিল্লা’ মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং ও সলিউশনস্ সেন্টার উদ্বোধন
Published : Friday, 8 January, 2021 at 12:00 AM, Update: 08.01.2021 12:50:00 AM
‘মাইটোসিস কুমিল্লা’ মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং ও সলিউশনস্ সেন্টার উদ্বোধনঅদ্য ০৭ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার বিকাল ৪টায় কুমিল্লা কান্দিরপাড়স্থ ৪৪৭ নাহার ভিলা দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে চিকিৎসা শিক্ষা ও সেবার মান উন্নয়ন কল্পে মাইটোসিস কুমিল্লা নামে মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। ইস্টার্ন মেডিকেল কলেজের গাইনী ও অবস্ বিভাগের সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট সনোলজিষ্ট, স্বাচিপ কুমিল্লা জেলা শাখার কোষাধ্যক্ষ বিএমএ কুমিল্লা জেলা শাখার কার্যকরী কমিটির অন্যতম সদস্য ডাঃ সায়মা আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের কাস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমএ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও ময়নামতি মেডিকেল কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডাঃ আব্দুল বাকী আনিছ। তিনি কোভিড-১৯ পরিস্থিতিতে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দেশের প্রখ্যাত আল্ট্রাসাউন্ড ট্রেনিং সেন্টার ইওঋটগ এবং ইঅগউট এর কুমিল্লা শাখা হিসাবে মাইটোসিস এই ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবে। ইওঋটগ এবং ইঅগউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশবরেন্য সনোলজিষ্ট ডাঃ এস.এম. নাজমুল ইসলাম শুরুতেই ফিতা কেটে এই শাখার কার্যক্রম শুরু করেন এবং সম্মানিত অতিথি হিসাবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইস্টার্ন মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম। আমন্ত্রিত অথিতি ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান। উদ্বোধনী কাসের পূর্বে আলোচনায় অংশগ্রহণ করেন মাইটোসিস কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আশেক ইমরান, মাইটোসিস কুমিল্লার পরিচালক (একাডেমিক) ও শিশু সার্জন ডাঃ দেবাশীষ চক্রবর্তী, কুমিল্লা মেডিকেল কলেজের রেডিওলজী এন্ড ইমেজিং বিভাগের আমন্ত্রিত কনসালটেন্ট সনোলজিষ্ট যথাক্রমে ডাঃ তানিয়া সুলতানা, ডাঃ হাজেরা মজুমদার চৈতি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মাইটোসিস কুমিল্লার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ডাঃ মঈনুল ইসলাম (ওয়াসিক)। আলোচনা সভায় কুমিল্লা মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজসহ চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন উপজেলা ও স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ও চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে ডাঃ এস.এম. নাজমুল ইসলাম অন্যান্য শিক্ষক সমেত ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন কাসে প্রায় ২:৩০ ঘন্টা কাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা করেন। প্রধান অতিথির ভাষণে কুমিল্লা বিএমএ’র সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিছ কুমিল্লায় এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোক্তাদের প্রতি অভিনন্দন জানিয়ে বিএমএ ও স্বাচিপ কুমিল্লা জেলার পক্ষ থেকে চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি কুমিল্লাস্থ সকল মেডিকেল কলেজের এমবিবিএস ডিগ্রীধারী ছাত্র-ছাত্রীদের ডাঃ এস.এম. নাজুমল ইসলামের অভিজ্ঞতার আলোকে সনোলজিষ্ট হিসাবে নিজেদের গড়ে তোলার উধার্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।