Published : Wednesday, 24 February, 2021 at 12:00 AM, Update: 24.02.2021 12:52:55 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও আলেখারচর বিশ্বরোড এলাকায়
র্যাবের পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার
বিশ্বরোড এবং মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার সদর উপজেলার
আলেখারচর বিশ্বরোড এলাকায় র্যাব পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ১১৮ কেজি গাঁজা উদ্ধার
করা হয়। এছাড়া জব্দ করা হয় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।
গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীরা হলো, কক্সবাজার জেলার সদর উপজেলার কলাতলী চন্দ্রিমা মাঠ
গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মনসুর আলম (২৬), একই গ্রামের মৃত
আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার
টনকী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবলু (২২), কুমিল্লার ব্রাক্ষণপাড়া
উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মেহেদী
হাসান (২১) এবং একই উপজেরার বাগড়া গ্রামের মৃত নানু মিয়ার ছেলে মোঃ ফারুক
(৩০)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর
তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যান
ও ৭৪ কেজি গাঁজাসহ মোঃ বাবলু (২২), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ ফারুকে
(৩০) আটক করা হয়। এছাড়া মোঃ মনসুর আলম (২৬) ও আবু বক্কর সিদ্দিকে (১৯) ৪৪
কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও
সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী
থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে।