ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক এমপি অধ্যাপক ইউনুস আর নেই
Published : Saturday, 27 March, 2021 at 10:58 PM
সাবেক এমপি অধ্যাপক ইউনুস আর নেইনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইউনুস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ও অধ্যাপক ইউনুসের নিকটাত্মীয় মোঃ কবির হোসেন।

অধ্যাপক ইউনুস বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মাসখানেক পূর্বে তার শারীরিক অস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি। মৃত্যু কালে তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতনিসহ রাজনৈতিক জীবনের অসংখ্য নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

সম্ভাব্য আগামী সোমবার কুমিল্লা টাউন হলে সকালে প্রথম জানাজা, ২য় জানাজা ব্রাক্ষণপাড়া উপজেলা সদর, ৩য় জানাজা বাদ যোহর বুড়িচং মরহুমের নিজ হাতে গড়া শেষ কর্মস্থল বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে, পরে মরহুমের নিজ গ্রাম বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিনাথ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক মোঃ ইউনুস এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরু কেন্দ্রীয় বিএনপির ভাইসপ্রেসিডেন্ট শওকত মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাজ্জাদ হোসেন স্বপন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আবুল হাসেম খাঁন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, বিএনপি নেতা ডা. মোঃ নজরুল ইসলাম শাহীন। এছাড়া দুই উপজেলার বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।