ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যৌতুকের দাবিতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখম
Published : Thursday, 15 April, 2021 at 11:30 PM
যৌতুকের দাবিতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখমনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চৌয়ারা নোয়াপাড়া এলাকার হান্নান নামে এক পাষণ্ড যৌতুকের দাবিতে তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ শাহিনুর আক্তার শারমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতিতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হান্নান নোয়াপাড়া গ্রামের কাদের মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের শুভপুর (শ্রীপুর) গ্রামের হাবিল মজুমদারের মেয়ে মাহিনুর সুলতানা আক্তার শারমিনের সঙ্গে কুমিল্লা নগরীর চৌয়ারা নোয়াগ্রামের কাদের মিয়ার ছেলে মোহাম্মদ হান্নানের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। মাহিনুর সুলতানা আক্তার শারমিন একটি ব্যাংকের শাখায় চাকুরি করার সুবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম গুনবতি এলাকায় ভাড়া বাসায় থাকেন। সঙ্গে স্বামী হান্নানও থাকতেন। প্রতিমাসে হান্নান তার স্ত্রী মাহিনুরের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা মারধর করে আদায় করতেন। গত বছর মাহিনুরের পরিবার মিলে হান্নানকে দুবাই পাঠানো হয়। কিন্তু সেই ২/৩ মাস থেকে ফেরত চলে আসেন। বৃহস্পতিবার হান্নান টাকা দাবি করলে মাহিনুর অস্বীকৃতি জানালে বাসায় রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্তাক্ত জখম করে। বাসায় থাকা ছোট বোন মাহিনুরকে বাঁচাতে আসলে তার উপরও হামলা চালানো হয়।
পরে স্থানীয় বাসায় ডুকে কোনভাবে এই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এই ব্যাপারে যৌতুক স্বামী হান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আহত মাহিনুরের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হান্নানের বরিুদ্ধে মামলার প্রকৃয়াধীন রয়েছে বলে জানা গেছে।