ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ড সিরিজে পরিবার রাখতে পারবেন তামিম-মুশফিকরা
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
নিউজিল্যান্ড সিরিজে পরিবার রাখতে পারবেন তামিম-মুশফিকরাঅস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। টানা ব্যস্ত সূচির সঙ্গে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ক্রিকেটাররা ভীষণ হাঁপিয়ে উঠেছেন। এই কারণে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর চলাকালে মুশফিক-তামিম-মাহমুদউল্লাহরা চাইলে পরিবারকে সঙ্গে রাখতে পারবেন। এমন তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
ক্রিকেটারদের পরিবার রাখা নিয়ে আকরাম বলেছেন, ‘খেলোয়াড়রা যেভাবে স্বস্তিতে থাকবে, তা করে দিতে কোন আপত্তি নেই। যেমন মোস্তাফিজের ছিল। কেউ থাকতে চাইলে আমাদের সমস্যা নেই।’
গত ২৯ জুন থেকে জাতীয় দল অনেকটা বন্দি জীবন যাপন করছে। জিম্বাবুয়ে সফর শেষ করে এসেই সোজা হোটেলে বায়ো-বাবলে ঢুকে গেছেন তারা। এখন অস্ট্রেলিয়ার বিপে সিরিজ শেষে ক্রিকেটাররা এক সপ্তাহের জন্য জৈব সুরা বলয়ের বাইরে থাকার সুযোগ পাবেন। সপ্তাহখানেকের ছুটি শেষে আবার প্রস্তুতি শুরু হবে। কারণ এ মাসের শেষেই আবার নিউজিল্যান্ড ঢাকায় পা রাখবে পাঁচ টি-টোয়েন্টি খেলতে। তবে প্রস্তুতি শুরু হবে সব ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে।
এদিকে এভাবে টানা জৈব সুরা বলয়ে থেকেও ভালো পারফরম্যান্স করায় খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন আকরাম, ‘খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে বায়ো-বাবলে, অনেক কঠিন সময় যাচ্ছে তাদের। এত কঠিন সময়েও ভালো পারফরম্যান্স করছে। ওদের কৃতিত্ব দেওয়া উচিত।’
নিউজিল্যান্ডের বিপে সিরিজের পরিকল্পনা নিয়ে আকরাম বলেছেন, ‘নিউজিল্যান্ড ২৪ আগস্ট চলে আসবে। বাংলাদেশ দল বায়ো-বাবল থেকে বের হবে ১০ আগস্ট। ১৫ আগস্ট পর্যন্ত ওরা বিশ্রামে থাকবে। ১৬ তারিখ থেকে লাল ও সাদা বলের খেলোয়াড়দের নিয়ে ২০ তারিখ পর্যন্ত অনুশীলন করবো। ২২ তারিখের দিকে করোনা পরীা করে ২৪ তারিখে খেলোয়াড়রা আবার বায়ো-বাবলে চলে যাবে।’
কিউইরা আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপওে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলা হবে। কিউইদের বিপে প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, এখনও তা চূড়ান্ত হয়নি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সাত দিনে পাঁচ টি-টোয়েন্টি খেললেও নিউজিল্যান্ডের বিপে প্রতি ম্যাচের মাঝে রয়েছে অন্তত একদিন করে বিরতি। ১০ দিনে হবে পাঁচ ম্যাচ।
অস্ট্রেলিয়ার মতো ঢাকায় পা রেখেই তিন দিনের রুম কোয়ারেন্টিনে যাবে নিউজিল্যান্ড দল। মাঠে ফিরে দুই দিন প্রস্তুতি নিয়ে ২৯ আগস্ট বিকেএসপিতে কুড়ি ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর নামবে মূল মঞ্চে।