কুমিল্লার দেবিদ্বারে এক সপ্তাহ আগে চুরি হওয়া একটি মোটর সাইকেল পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ফতেহাবাদ এলাকার একটি পুকুর থেকে এফজেড মোটর বাইকটি উদ্ধার করা হয়। মোটরবাইক মালিক আবদুল কাদের ফতেহাবাদের চান্দার পাড় এলাকার আবদুল করিম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে এক ব্যক্তি মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে জাল পুকুরে আটকে গেলে ওই ব্যক্তি পুকুরে নেমে মোটর বাইকটির সন্ধান পান। স্থানীয় কমিশনার আবুল কাশেম চুরি হওয়ার মোটর বাইকটির মালিক কাদেরকে শনাক্ত করে তাকে ফোন করে তার কাছে মোটর বাইকটি হস্তান্তর করেন।
মোটর সাইকেলের মালিক আবদুল কাদের জানান, গত সোমবার রাতে আমার এফজেড মোটর বাইকটি ঘর থেকে চুরি হয়ে যায়। অনেক জায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়রি করি। গতকাল সোমবার দুপুরে এলাকার কাশেম কমিশনার ফোন করে জানান যে, আমার মোটর বাইকটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, আমরা ইতোমধ্যে অভিযান চালিয়ে কয়েকজন চোরকে জেল হাজতে পাঠিয়েছি। শুনেছি আবদুল কাদেরের চুরি হওয়া বাইকটি পুকুরে পাওয়া গেছে।