ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগেরহাট ১১৩৫ পিস ইয়াবসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Monday, 9 August, 2021 at 8:13 PM
বাগেরহাট ১১৩৫ পিস ইয়াবসহ মাদক ব্যবসায়ী আটকবাগেরহাটে এক হাজার ১৩৫ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল শেখ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাগেরহাট সদর উপজেলার মৌজারডাঙ্গা গ্রামের ধীরেন মল্লিক এর পুকুরের পাশ থেকে জুয়েলকে আটক করে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। এ সময় আটক জুয়েলের ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।

আটক জুয়েল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতি গ্রামের কুদ্দুস শেখের ছেলে। আটক জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সোমবার সকালে র‌্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৩৫ পিস ইয়াবাসহ জযুয়েলকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জুয়েলকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।