চাঁদপুর শহরে বান্ধবীদেরকে নিয়ে ছাদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শরীর ঝলসে গেল রেবা আক্তার (১৫) নামে এক কিশোরী।বর্তমানে রেবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা ব্রান ইউনিটে মৃত্যুর প্রহর গুনছে।
২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের ওয়ারলেস এলাকার মৃধা বাড়ির বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে। আহত রেবা আক্তার মৃধা বাড়ির লিটন মৃধার মেয়ে। স্থানীয়রা জানান,মঙ্গলবার বিকেলে রেবা আক্তার তার দুই বান্ধবীসহ তাদের বাড়ির ছাদে ওঠে।ওই ভবনের ছাদের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের তার বয়ে গেছে। সে বিকেলে ছাদে বান্ধবীদের সাথে সময় কাটানোর সময় অসাবধানত বসত ওই বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার পরিধেয় বস্ত্রে আগুন ধরে যায়। এতে তার শরীর ঝলসে গিয়ে গুরুতর ভাবে আহত হয় । বান্ধবীদের ডাক- চিৎকরে তার স্বজনরা এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বার্ণ ইউনিটে প্রেরণ করেন।
ডিউটিরত ডাঃ নাজমুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত রেবা আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ ঝলসে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে স্হানান্তর করেছি।