Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM, Update: 12.12.2021 1:40:29 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর মহিলা দলের ১০৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাক্ষরিত পত্রে এই ঘোষণা দেয়া হয়। বেগম গুল ফেরদৌস নিঝুমকে প্রধান উপদেষ্টা রেখে কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রায়হান রহমান হেলেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এ্যাডভোকেট শাহিন আফরোজ বিজলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আছমা আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি রায়হান রহমান হেলেন জানান, অনেকদিন পর কুমিল্লা মহানগরে পূর্ণাঙ্গ কমিটি পেলো জাতীয়তাবাদী মহিলা দল। কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ড থেকে সদস্য নিয়েই এই কমিটি করা হয়েছে। নতুন এই কমিটি সকল রাজনৈতিক কর্মকান্ড ও কর্মসূচিতে শক্তিশালী সাংগঠনিক ভূমিকা পালন করতে পারবে। কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ তারা আমাদের উপরে আস্থা রেখেছেন। কুমিল্লা মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন লাভলী আক্তার, এছাড়াও সহ-সভাপতি হিসেবে আছেন আরো ৭ জন। অন্যদিকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সামিয়া আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরো ৯ জন।