ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা হতে পারে সংস্কৃতির রাজধানী
পৈতৃক ভিটায় শচীন দেববর্মণের ম্যুরাল উদ্বোধন ---
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM, Update: 01.01.2021 12:48:19 AM
কুমিল্লা হতে পারে সংস্কৃতির রাজধানী তানভীর দিপু: কুমিল্লা নগরীতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণের পৈতৃক ভিটায় তাঁর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে নগরীর চর্থায় শচীন ম্যুরালের উদ্বোধন করেন কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর ও জেলাপুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ কুমিল্লার প্রবীণ লেখক ও গবেষকরা। জেলাপ্রশাসনের সহযোগিতায় ১৩ ফুট উচ্চতার ম্যুরালটি নির্মাণ করেছেন দেশ বরেণ্য ভাস্কর উত্তম গুহ। গত ১২ অক্টোবর ম্যুরালটির নির্মাণ কাজ শুরু হয়।  ম্যুরাল উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, কুমিল্লা হতে পারে সংস্কৃতির রাজধানী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উপমহাদেশ খ্যাত সংগীতজ্ঞ শচীন দেবববর্মন, ওস্তাদ আয়াত আলী খানসহ অসংখ্য জ্ঞানীগুনী মানুষের পদচারণায় ধণ্য হয়েছে এই কুমিল্লা। কিন্তু আমাদের আগামী প্রজন্ম কি এই সাহিত্য সংস্কৃতি গৌরবের ইতিহাস কিভাবে জানবে? আমাদের কুমিল্লার প্রতিটি মোড়ে মোড়ে কি ইতিহাস ধন্য ব্যক্তিদের ভাস্কর্য বা ম্যুরাল হতে পারে না? এই দায়বদ্ধতা থেকেই আমরা শচীন দেববর্মনের বাড়িটিকে উদ্ধার করে সংস্কার করে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করেছি। তাঁর এই ম্যুরালটি স্থাপন ও উদ্বোধন করতে পেরে কিছুটা হলেও দায়িত্ব পালন করতে পেরেছি।
জেলাপ্রশাসক আরো বলেন, শচীন দেববর্মনের এই পৈতৃক বাড়িটি উদ্ধার ও সংস্কারের জন্য কৃতজ্ঞতা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার সাবেক জেলা প্রশাসক আবদুল মালেক, সাবেক জেলা প্রশাসক রেজাউল আহসান, সাবেক জেলাপ্রশাসক জাহাংগীর আলমের প্রতি।
স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলাপুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, নারী নেত্রী পাপড়ি বোস, লেখক ও গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, গবেষক এ্যাডভোকেট গোলাম ফারুক, ভাস্কর উত্তম গুহসহ অন্যান্যরা।  
উদ্বোধনী অনুষ্ঠানে শচীন দেববর্মণের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক, পুলিশ সুপারসহ কুমিল্লার বিশিষ্ট সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা। সবশেষে শচীন দেববর্মনের রচিত বিভিন্ন গান নিয়ে সংগীতানুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।