ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইব্রাহিমপুরে খাল থেকে তিনটি ভবন অপসারণ
Published : Tuesday, 5 January, 2021 at 12:00 AM
রাজধানীর ইব্রাহিমপুরে অবৈধভাবে খাল দখল করে নির্মিত তিনটি তিন তলা ভবন অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত পরিচালিত  অভিযানে এসব ভবন অপসারণ করা হয়। এ সময় ইব্রাহিমপুর খাল পরিষ্কার করাসহ ও খালের দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।
পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেন খালের দখলদার কেউ ছাড় পাবে না। খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। মানচিত্র অনুযায়ী, খালের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে, তা একতলা হোক বা ১০ তলা হোক ভেঙে ফেলা হবে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য খালেও এই অভিযান চালানো হবে।’
মেয়র আরও বলেন, ‘সিএস জরিপ অনুসারে অনতিবিলম্বে ঢাকা শহরের খালের সীমানা চিহ্নিত করে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন করে পানি ধারণের ক্ষমতা বৃদ্ধি, পাড় বাঁধাই করে সবুজায়ন, ওয়াকওয়ে (হাঁটার পথ) ও সাইকেল লেন তৈরির করা হবে।’
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশীদ জনি উপস্থিত ছিলেন।