ব্রাহ্মণপাড়ায় গৃহবধূর ওপর হামলা থানায় মামলা
Published : Tuesday, 5 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন গৃহবধূ নাছরিন বেগম। ওই গৃহবধূ বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও বাদী সূত্রে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তর পাড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী নাছরিন বেগমের ওপর গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় একই বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে আবুল বাশার, মৃত স্বপন মিয়ার ছেলে শামিম ও তার ভাই শাহিন, রুবেল, হারুন মিয়া, শ্রাবণ, আবুল বাশারের ছেলে রানা ও তার ভাই রমজান, মৃত স্বপন মিয়ার স্ত্রী মোসা. আনি, মৃত সৈয়দ আলী ফকিরের ছেলে সুমন, আবু হানিফের ছেলে সোহেলসহ অজ্ঞাতনামা ৯/১০ জন মিলে হামলা করে। এসময় তাদের হামলায় নাছরিন বেগম আহত হয়। এসময় হামলাকারীরা ৯মাসের গর্ভবতী একটি গাভী জোরপূর্বক নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বিয়ের তদন্ত চলছে, সুষ্ঠু তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।