Published : Sunday, 10 January, 2021 at 4:50 PM, Update: 10.01.2021 7:10:15 PM
আগামী ইউপি নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান ভূইয়া।
মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যা”েছন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক চালিয়ে যা”েছন। শনিবার রাতে মোহনপুর বেপারী বাড়িতে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান ভূইয়া। দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোহনপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করব, তিনি আরও বলেন, আমরা হিংসা ও ধ্বংসাত্বক রাজনীতি করিনা, যারা করে তাদের বর্জন করুন, আওয়ামীলীগ একটি বৃহত্তর সংগঠন এখানে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক কিš‘ আমরা একে অপরের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল। দেবিদ্বারের মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল একজন বিচক্ষণ ব্যক্তি। আমি বিশ^াস করি, মাননীয় সংসদ সদস্য আমাকে নৌকা প্রতিকে মনোনয় দিবেন।
সাবেক ইউপি সদস্য মো. আলী আকবর মেম্বারের সভাপতিত্বে বক্তারা বলেন, মুজিবুর রহমান ভূইয়া ৩২ বছরের রাজনৈতিক জীবনে একজন স্ব”ছ ও সজ্জ¦ন ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। বক্তারা মুজিবুর রহমান ভূইয়াকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বলেন, নৌকার পক্ষের গণজোয়ারই প্রমাণ করে আজ মোহনপুরবাসী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। মোহনপুর আওয়ামীলীগ মুজিবুর রহমান ভূইয়ার নেতৃত্বে সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. আবুল খায়েরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ব্যাংকার আওয়ামীলীগ নেতা মো. আবদুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোস্তফা আহমেদ, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবদুস সালাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক ভূইয়া, ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার, আ.লীগ নেতা মো. জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আবুল কাশেম,জয়নাল আবেদীন, ওয়ার্ড আ.লীগ নেতা সন্তোষ ধর, দুলাল ধর, সাবেক পুলিশ কর্মকর্তা নাজমুল হুদা কাশেম প্রমুখ।