চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় সড়ক ও
জনপথ বিভাগের ২৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে
দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে জায়গাগুলো উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে
পরিচালিত অভিযানে উদ্ধারকৃত জায়গার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ
টাকা। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব, পুলিশ এবং সড়ক বিভাগের কর্মকর্তারা।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘হাটহাজারীর
রুহুল্লাপুর মৌজার বিএস দাগ ২৬৬, বিএস খতিয়ান ২ এর ২৫ শতক জমির মালিক সওজ।
এটির আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। কিন্তু একটি অসাধু
চক্র এ জায়গার উপর ১৮টি সেমিপাকা দোকান গড়ে তোলে।
অভিযান পরিচালনা করে এসব দোকান উচ্ছেদ করা হয়।’ তিনি বলেন, ‘গত ৩১
ডিসেম্বর জায়গা পরিমাপ করে অবৈধ দখলদারদের দেখিয়ে দেয়া হয়। উপজেলা প্রশাসন
এবং সড়ক বিভাগ বার বার স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করে। কিন্তু তারা
অনুরোধে সাড়া দেয় নাই। তাই অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।’