অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্যে রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থাপিত হয়েছে নতুন দপ্তর ‘অফিস অব দি
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’।
রবিবার বেলা সাড়ে ১২টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবনের ৪০১
নং কক্ষে স্থাপিত দপ্তরটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম
আব্দুস সোবহান।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্যটি জানিয়েছেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের
ভর্তি সহজতর করা, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা
প্রদান করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ “অফিস অব দি ইন্টারন্যাশনাল
অ্যাফেয়ার্স” নামক নতুন দপ্তরটি চালু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক
লুৎফর রহমান বলেন, আন্তর্জাতিক সেমিনার ও সিম্পজিয়ামসহ বিদেশি
বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক বাড়ানোর এটি একটি প্রক্রিয়া।