স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া কম্বল পেলো হোমনার জয়পুরে শতাধিক এতিম শিক্ষার্থী
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিনিধি,হোমনা ||
স্বরাষ্ট্রমন্ত্রী আশাদুজ্জামান খান কামালের দেয়া উপহার হিসেবে কুমিল্লার হোমনার জয়পুরের মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থী পেলো কম্বল।
রবিবার বিকালে উপজেলার জয়পুর-মির্জানগর সুন্নিয়া হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন তেজগাঁও থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজ¦ী মো. শহিদউল্লাহ। অনুষ্ঠান শুরুতে তিনি নিজ অর্থায়নে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা। কথাসাহিত্যিক ও গীতিকার কবি আহমেদ উল্লাহর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. আবু মোতালেব, জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনু, জয়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মনোয়ার হোসেন, মাদ্রাসার সুপার মুফতী আল্লামা শেখ মোহাম্মদ বোরহান উদ্দিন রেজা সুন্নœী আল কাদেরী, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মোসলেম উদ্দিন, মো. মহারাজ মেম্বার ও স্থানীয় মুক্তিযোদ্ধাগণসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও জয়পুর-মির্জানগর সুন্নিয়া হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ৬ষ্ঠ বার্ষিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরীসহ বিভিন্ন ওলামায়ে কেরাম ইসলামিক বিষয়ে ওয়াজ নসিহত করেন এবং উক্ত মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। পরে বিশ^ মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাত প্রদান করেন।