ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হামলার শিকার চিকিৎসককে মামলা তুলে নেয়ার হুমকি
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদরের পাঁচথুবি এলাকায় হামলার শিকার চিকিৎসককে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে হামলাকারীরা। গত ১০ জুলাই ২০২০ তারিখে চিকিৎসক ইয়াছিন খানকে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এ ঘটনায় মাঝিগাছা এলাকার আইয়ুব, হানিফ মিয়া মো: বাদল, মো: সবুর খান, নূর খান, মুন্নাফ খান নামের পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে চিকিৎকের পিতা মো: আবদুল মতিন। আঘাতে চিকিৎকের চোখ ও মাথায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।
মামলার নথি ও চিকিৎসক ইয়াছিনের কাছ থেকে জানাযায়, গত ১০ জুলাই পাঁচথুবি এলাকায় কামাল, জাহাঙ্গীরের সাথে আইয়ুব ও বাদলের ঝগড়া বাধে সন্ধায় এ ঘটনার প্রেক্ষিতে ইয়াছিন আইয়ুব, বাদলের সাথে কথা বলতে গেলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তা উপর অতর্কিত হামলা করে। এতে ইয়াছিনের মাথায় ও চোখে গুরুতর জখম হয়। এঘটনায় ইয়াছিনের বাবা মামলা করলে আসামিরা এ মামলায় জামিন নেয়।
জামিনে থাকা আসামিরা সম্প্রতি ইয়াছিন ও তাঁর বাবাকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে আসছে।
আহত চিকিৎসক ইয়ছিন জানান, ‘অস্ত্রের আঘাতে আহত চোখ নিয়ে তিনি কোন কাজকর্ম করতে পরাছেন না। তার উপর হুমকি ধমকিতেদ তাঁর পরিবার ভীত সন্তস্ত।