ডাঃ পল স্টোফেলস মঙ্গলবার এক সাক্ষাৎকারে
বলেছেন, এ বছরের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্য
রয়েছে তাদের। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা উৎপাদন বাড়িয়েছে। তবে মার্চ মাসে
তারা কী পরিমাণ ডোজ বাজারে আনবে পারবে, তা বলার সময় হয়নি।নিউইয়র্ক
টাইমস বুধবার জানিয়েছিল, জে অ্যান্ড জে ভ্যাকসিন উৎপাদনে বিলম্বের
মুখোমুখি হচ্ছে যা প্রাথমিকভাবে ডোজগুলির সংখ্যা হ্রাস করবে। তবে
মঙ্গলবারের সাক্ষাৎকারে ডা. স্টোফেলস বলেন, "আমরা ২০২১ সালে ১ বিলিয়ন ডোজ
উৎপাদনের লক্ষমাত্রা ঠিক করছি। যেহেতু এটা সিঙ্গেল ডোজের টিকা, তাই ১
বিলিয়ন ডোজ মানে ১০০ কোটি মানুষ এই টিকা নিতে পারবে। তবে সারা বছর ধরে
ক্রমাগত উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে।"