ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু
Published : Thursday, 14 January, 2021 at 12:00 AM, Update: 14.01.2021 1:04:21 AM
কুমিল্লায় বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরুতানভীর দিপু: কুমিল্লা সদর হাসপাতালে আবরো করোনার নমুনা সংগ্রহ শুরু করেছে সিভিল সার্জন কার্যালয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাবে আবরো নমুনা পরীক্ষা শুরু হওয়ায় এই নমুান সংগ্রহ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। গতকাল সন্ধ্যায় বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা করেছিলেন জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, বিজ্ঞপ্তি না জানা থাকায় অনেক বিদেশগামী গতকাল সকালে সদর হাসপাতালে ভিড় জমায়। আমরা পরবর্তীতে বাধ্য হয়েই করোনা নমুনা নেয়া শুরু করি।
মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এবিষয়ে সিভিল সার্জন সাক্ষরিত একটি জরুরী বিজ্ঞপ্তি সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়
কুমিল্লা সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, কুমিল্লা মেডিকেলে পিসিআর ল্যাব বন্ধ থাকলে আমরা বিদেশগামীদের সময় মত করোনার ফল দিতে পারিনা। কুমিল্লায় ল্যাব বন্ধ থাকলে আমাদের পাশের জেলায় বা ঢাকার ল্যাবের উপর নির্ভর করতে হয়। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
গত ১১ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল আজাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়, জীবানুমুক্তকরন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কারনে ল্যাবে করোনা ভাইরাসের নমুনা ডরীক্ষা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। ল্যাব চালু হলে অবহিত করা হবে। এই অবস্থায় প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়।