ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে সরকারি খাল ভরাট করার অভিযোগ
Published : Thursday, 14 January, 2021 at 12:00 AM
দেবিদ্বারে সরকারি খাল ভরাট করার অভিযোগশাহীন আলম, দেবিদ্বার   ||
কুমিল্লার দেবিদ্বারে পৌর শহরের প্রাণকেন্দ্রে প্রবাহমান সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। এতে প্রবাহমান খালের পানির গতি প্রবাহ আটকে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মৃত আবদুল মালেক’র ছেলে কামাল হোসেন, মোশরাফ হোসেন, জামাল হোসেন ও কামরুল ইসলাম সরকারি খালে মাটি ফেলে ভরাটের কাজ করছেন। এতে প্রবাহমান এ খালটি মরাখালে পরিণত হয়েছে। শহরের পয়ো:বর্জ্যে আটকে পরিবেশ দূষণ ঘটছে। মাটি ফেলে খাল ভরাট করার পর পানি নিষ্কাষনের েেত্র প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছেন স্থানীয় বাসিন্দারা।  
জানা যায়, দেবিদ্বার পৌর এলাকাসহ বিভিন্ন আবাসিক এলাকার ড্রেনের পানি নিষ্কাশনের একমাত্র এ খালটি ভরাট করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বৃষ্টির মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হবে পৌর বাসিন্দাদের।
স্থানীয়রা বলেছেন, এ খালটি দেবিদ্বারের প্রাচীণ খাল। খালটি ভরাট করা হলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, ফলে এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হবে। তা ছাড়া, খাল, নদী, জলাশয় ভরাট করার বিষয়েআইনি বিধিনিষেধ আছে, কেননা এসব কর্মকা-ের ফলে প্রাকৃতিক ভারসাম্য তিগ্রস্থ হয়।
এ ব্যাপারে অভিযুক্ত কামাল হোসেন বলেন, এখানে একটি ময়লার স্তুপ ছিলো দুর্গন্ধে পরিবেশ নোংরা ছিলো, মাটি ফেলে ভরাট করছি। সরকার যখন চাইবে ছেড়ে দেব।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, সরকারি খাল দখল করে ভরাটের কথা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে। সহকারি কমিশনার মো. গিয়াস উদ্দিন জানান,  খাল ভরাটের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।