নেইমারের গোলে ফরাসি সুপার কাপ পিএসজির
Published : Friday, 15 January, 2021 at 12:00 AM
প্রথমার্ধে
দলকে এগিয়ে নিলেন মাউরো ইকার্দি। বিরতির পর বদলি নেমে জালের দেখা পেলেন
চোট কাটিয়ে ফেরা নেইমার। মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ ধরে রাখল
পিএসজি।
ফ্রান্সের লঁসে বুধবার রাতে ২-১ ব্যবধানে জিতেছে মাওরিসিও
পচেত্তিনোর দল। প্রতিযোগিতাটির সফলতম দল পিএসজির এটি টানা অষ্টম ও সব মিলে
দশম শিরোপা, নতুন কোচ পচেত্তিনোর কোচিংয়ে প্রথম। কোচিং ক্যারিয়ারেই প্রথম
শিরোপার স্বাদ পেলেন এই আর্জেন্টাইন।
শুরু থেকে পিএসজি বল দখলে আধিপত্য করলেও প্রতিপ গোলরকের পরীা নিতে পারছিল না। ৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন ইকার্দি।
ডান
দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ইকার্দির হেড
গোলরক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে
পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভাগ্যের ফেরে দ্বিতীয় গোল পাননি ইকার্দি। তার জোরালো শট ফেরে ক্রসবারের নিচের দিকে লেগে।
৬৫তম
মিনিটে দি মারিয়া ও লেইভিন কুরজাওয়াকে উঠিয়ে নেইমার ও প্রেসনেল
কিম্পেম্বেকে মাঠে নামান পিএসজি কোচ। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপে
গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর থেকে বাইরে ছিলেন নেইমার।
৮৫তম
মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। মার্সেই
গোলরক ডি-বক্সে ইকার্দিকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি
বাজান রেফারি।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে ম্যাচ
জমিয়ে তুলেছিলেন মার্সেইয়ের দিমিত্রি পায়েত। তবে শেষ পর্যন্ত কোনো
নাটকীয়তা ছাড়াই শিরোপা উৎসব করে পিএসজি।
আগের মৌসুমের লিগ ওয়ান
চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই প্রতিযোগিতা।
গতবার পিএসজি লিগ ও ফরাসি কাপ দুটিই জেতায় লিগের রানার্সআপ হিসেবে সুযোগ
পায় মার্সেই।