ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভা
Published : Friday, 15 January, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার  উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার। বুড়িচং
উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. পান্না আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মীর হোসাইন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক (পিপিএম), উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার আ: আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আযম, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, বিআরডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুল বারী, সহকারি মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শংকুচাইল বিওপি কমান্ডার মো.মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুছ ছালাম খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মো. ময়নাল হোসেন ফকির, বাকশীমূল ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিম, ভারেল্লা (উ.) ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুর রহমান রব, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহআলম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, পীরযাত্রাপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ সুলতান আহমদ মুন্সী, ইউনিয়ন পরিষদ সচিব মোসা. মারজানা ইসলাম, মো. আ: রহমানসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি বিভিন্ন এলাকায় সম্প্রতি অনুষ্ঠিতব্য
মাহফিলে দ্বীনি হেদায়াত সম্পন্ন আলোচনা যাতে হয় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি কোন বিতর্কিত ওয়ায়েজীন কেরামগণ যাতে তশরীফ আনতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি রাখার অনুরোধ জানান। এছাড়া, সমাজে বাল্য
বিবাহ, মাদক ও ইভটিজিং যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার ও আহবান জানান।