বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪ লক্ষ টাকার ক্ষতি
Published : Monday, 18 January, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ।। কুমিল্লার বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নের মহিষমারা পশ্চিমপাড়ায় এক ভয়াবহ অগ্নিকা-ে দুই পরিবারের ৪ টি বসতঘর ও একটি গরু পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সোয়া ১ টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা পশ্চিমপাড়ায় মো. জাহের ভূইয়া ও মো. মহসিন ভুইয়ার বসত ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা তাদের দুই পরিবারের বসত ঘর ও পাকের ঘরে গিয়ে পৌঁছে। এসময় ঘরে থাকা লোকজন কোন রকমে বাইর হতে পারলেও তাদের ঘরে থাকা আসবাবপত্র, নগদ ৭০ হাজার টাকা ও একটি উন্নত জাতের গাভী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের খবর নেন এবং সরকারি সাহায্যের আশ্বাস প্রদান করেন। এছাড়া, ষোলনল ইউপির মেম্বার মো. এরশাদুল হক ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও অন্যান্য খাদ্য উপকরণ বিতরণ করেন। এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. গিয়াস উদ্দীন, মো. কামাল উদ্দীন মো. নাসির উদ্দীনসহ এলাকার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।